আমি সূর্যাস্ত দেখেছি
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
আমি সূর্যাস্ত দেখেছি
গোধূলি লগ্নে কৃষ্ণচূড়ার রঙিন আভায়,
লাল গোলাপের মৃত্যু মোহনায়
হংস-বলাকার নির্জীব পাখনায়
আমি সূর্যাস্ত দেখেছি
সব রঙিন স্বপ্নের অবসানে।
উর্বশী মেনকার ক্রন্দন
আর শহীদের বাহু-বন্ধনে।
আমি সূর্যাস্ত দেখেছ
অনশন ক্লিষ্ট মানুষের চোখে,
সর্বহারা মানুষের বুকে।
ছোট একটি প্রকৃতি নিয়ে কবিতা।
Sarmin Chy 30 w
nice